সান্তাহারের দর্শনীয় স্থান – সান্তাহার কোন জেলায় অবস্থিত

ধূমপান ছাড়ার উপায় জেনে নিনপ্রিয় পাঠক, আপনারা হয়তো সান্তাহার কোন জেলায় অবস্থিত জানতে ও সান্তাহারের দর্শনীয় স্থান গুলো ভ্রমণ করতে চান অথবা সান্তাহারের দর্শনীয় স্থান গুলো সম্পর্কে জানতে চান। তবে এই কন্টেন্ট শেষ অবধি পড়ুন।
সান্তাহারের দর্শনীয় স্থান
এছাড়া এখানে সান্তাহারের ইতিহাস, বগুড়া জেলার বিখ্যাত স্থান, বগুড়া জেলার বিখ্যাত খাবার, নওগাঁ জেলার দর্শনীয় স্থান সম্পর্কে তুলে ধরার চেষ্টা করবো আশা করি সবাই উপকৃত হবেন।

ভূমিকা

নওগাঁ সান্তাহার এবং বগুড়া পাশাপাশি এলাকা। ইতিহাস ঐতিহ্য এবং দর্শনীয় স্থানগুলোর দিক দিয়ে এসব এলাকা অনেক জনপ্রিয়। আমরা সকলেই নতুন নতুন পরিবেশ দর্শন করতে সকলেই পছন্দ করি। 
তাই আমরা আজকে আপনাকে নওগাঁ, বগুড়া সহ সান্তাহারের দর্শনীয় স্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য বলবো এবং সান্তাহার কোন জেলায় অবস্থিত নওগাঁ নাকি বগুড়া সেটা আপনাকে জানাবো।

সান্তাহারের ইতিহাস

সান্তাহার ইউনিয়নে অনেক ঐতিহ্যবাহী অঞ্চল রয়েছে। সান্তাহার আগে সুলতানপুর নামে পরিচিত ছিল। মুক্তিযুদ্ধের আগে থেকেই সান্তাহারে অনেক সংখ্যক বিহারী বসবাস করত যারা বাঙ্গালীদের উপর অন্যায় ভাবে জুলুম নির্যাতন চালাত। 
মুক্তিযুদ্ধের সময় তারা অনেক বাঙালিকে হত্যা করে, ভাষা শহীদদের শরণাপন্ন হতে ২০১৫ সালে সেখানে স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে।

সান্তাহারের দর্শনীয় স্থান

সান্তাহারে অনেক দর্শনীয় স্থান রয়েছে। বাংলার বাঘ এ-কে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী-সহ আরও অনেক বিখ্যাত মনীষীর পদচারণ হয়েছিল এই সান্তাহারে। সান্তাহারের দর্শনীয় স্থান গুলোর মধ্যে অন্যতম জায়গাগুলো হলো-
  • সান্তাহার এর প্রাচীন মসজিদ।
  • স্টেডিয়াম।
  • প্রাচীন রেলস্টেশন।
  • সান্তাহার সাইলো।
See also  অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর (hsc)
সান্তাহারের তারাপুরে একটি এবং মালশনে একটি অনেক প্রাচীন এই দুটি মসজিদ অবস্থিত। এই মসজিদটি অনেক ছোট এবং পুরনো হওয়ার কারণে সেখানে কেউ নামাজ আদায় করতে পারে না। ধারণা করা হয় ১৮০০ সালেরও অনেক আগে এই মসজিদ দুটি তৈরি করা হয়েছে।
বিভিন্ন স্থান থেকে এই দুই মসজিদ দেখতে অনেক মানুষ আসে। এছাড়া সান্তাহার সাইলো, সান্তাহার রেলস্টেশন, স্টেডিয়াম অনেক বিখ্যাত।

সান্তাহার কোন জেলায় অবস্থিত

অনেকেই জানেন না সান্তাহার কোন জেলায় অবস্থিত। আমরা বগুড়া জেলার নাম সবাই জানি। এই জেলার একটি অন্যতম উপজেলার নাম আদমদীঘি। সান্তাহার এই উপজেলারই একটি ইউনিয়ন। সুতরাং সান্তাহার বগুড়া জেলায় অবস্থিত। অনেকেই সান্তাহারের সাথে লাগানো পার্শ্ববর্তী জেলা নওগাঁর অংশ (সান্তাহারকে) হিসাবে ভুল করে থাকে।

বগুড়া জেলার দর্শনীয় স্থান

বগুড়া জেলা হল উত্তরবঙ্গের প্রবেশদ্বার। প্রায় ৭০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই বিস্তৃত শহরে রয়েছে অনেক দর্শনীয় স্থানসমূহ। বগুড়া জেলার বিভিন্ন অঞ্চলের গ্রামীণ পরিবেশ অনেক মনোমুগ্ধকর। সেই সাথে প্রশান্তির বাতাসে প্রাণটা যেন জুড়িয়ে যায়। বগুড়া জেলার দর্শনীয় স্থানসমূহ গুলো হল:
  • মহাস্থানগড়
  • গোকুল মেথ
  • পোড়াদহ মেলা
  • বিহার ধাপ
  • পরশুরামের প্রাসাদ
  • মানকালীর কুণ্ড
  • ভাসু বিহার
  • যোগীর ভবন
  • ভীমের জাঙ্গাল
  • রাণী ভবানীর বাপের বাড়ি
  • খেরুয়া মসজিদ
  • খোদার পাথর ভিটা
  • রক্তদহ বিল
  • সুরা দীঘির ধাপ
  • ওয়াটারল‍্যান্ড পার্ক
  • কালীতলা ঘাট

বগুড়া জেলার বিখ্যাত খাবার

বগুড়াকে বলা হয় উত্তরবঙ্গের রাজধানী। বগুড়ার কথা বললেই উঠে আসবে বিখ্যাত কিছু খাবারের নাম। এই খাবার গুলোর মধ্যে সবার উপরে থাকবে বগুড়ার ঐতিহাসিক দই। ইংল্যান্ডের রাণী পর্যন্ত বগুড়ার দই খেয়ে মুগ্ধ হয়েছিলেন। এরপর বগুড়া জেলার বিখ্যাত খাবারের মধ্যে রয়েছে আলুর ঘাটি। 
সাধারণত আলুর সাথে মাংস দিয়ে এই ঘাটি তৈরি করা হয়। এরপর রয়েছে বগুড়ার ক্ষীর এবং স্পঞ্জ মিষ্টি। ক্ষীর এবং স্পঞ্জ মিষ্টির জন্যেও বগুড়া জেলা বিখ্যাত। এছাড়াও বিখ্যাত খাবার তালিকার মধ্যে রয়েছে মহাস্থানগড়ের কটকটি।
বগুড়ার লাচ্চা সেমাইও বিখ্যাত, এটি বিদেশেও রপ্তানি করা হয়। বগুড়ার বনানী বাজারের গরুর নেহারির সুনাম ছড়িয়ে রয়েছে চারিদিকে। এছাড়া বগুড়ার মানুষের কাছে নাস্তা হিসেবে বিখ্যাত খাবার হল গরু এবং মুরগির চপ।

নওগাঁ জেলার দর্শনীয় স্থান

নওগাঁ জেলার ইতিহাস ও দর্শনীয় স্থান নিয়ে বলতে গেলে বলতে হয় যে, এই জেলা ঐতিহাসিক গুরুত্বের দিক দিয়ে অত্যন্ত সমৃদ্ধ। এশিয়ার সবচেয়ে বড় বৌদ্ধ বিহার, পাহাড়পুর বৌদ্ধ বিহার, দুবলহাটি জমিদার বাড়ি ও বলিহার রাজবাড়ী এবং আত্রাই উপজেলায় অবস্থিত বিশ্ব কবি রবীন্দ্রনাথের কুঠিবাড়ি এইসব নিয়েই নওগাঁ জেলা। এছাড়াও নওগাঁ জেলার দর্শনীয় স্থানসমূহের মধ্যে রয়েছে:
  • ডানা পার্ক
  • আব্দুল জলিল পার্ক
  • কুসুম্বা মসজিদ
  • ঘুঘুডাঙ্গা
  • জবই বিল
  • হলুদ বিহার
  • নওগাঁ মাটির প্রাসাদ
  • কাশিমপুর রাজবাড়ী
  • রক্তদহ নদী
  • দিবর দীঘি
  • প‍্যারীমোহন সাধারণ গ্রন্থাগার
  • মহাদেবপুর জমিদার বাড়ি
See also  সেলস এন্ড মার্কেটিং জব ইন্টারভিউ

সান্তাহারের দর্শনীয় স্থান – সান্তাহার কোন জেলায় অবস্থিত – লেখকের মন্তব্য

সান্তাহার একটি ঐতিহ্যবাহী শহর। এখানে প্রায় পঞ্চাশ হাজার মানুষ বসবাস করে। সান্তাহারে সর্বমোট ১৯ টি গ্রাম আছে। সান্তাহারের মূল গুরুত্বপূর্ণ স্থানটি হল সান্তাহার জংশন। এই স্টেশনটি আগের চেয়ে আরও উন্নত করা পরিকল্পনা রয়েছে। এসব জায়গা ছাড়াও বগুড়া জেলায় এবং পার্শ্ববর্তী নওগাঁ জেলায় অনেক দর্শনীয় স্থান রয়েছে যেখানে সারাদেশের মানুষ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য আসে।
সম্মানিত পাঠক, আমরা সান্তাহারের দর্শনীয় স্থান এবং সান্তাহার কোন জেলায় অবস্থিত, সান্তাহারের ইতিহাস, বগুড়া জেলার দর্শনীয় স্থান, বগুড়া জেলার বিখ্যাত খাবার, নওগাঁ জেলার দর্শনীয় স্থান সম্পর্কে জানলাম। আশাকরি আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত উত্তরটি পেয়েছেন।

Leave a Comment