আমন্ত্রণ পত্র লেখার নিয়মপ্রিয় পাঠক, বিভিন্ন সময় আমাদের আমন্ত্রণ পত্র পাঠানোর প্রয়োজন হয়। কিন্তু আমন্ত্রণ পত্র লেখার নিয়ম সম্পর্কে আমরা অনেকেই জানিনা।
আমন্ত্রণ পত্র কি এবং যেকোনো ধরনের আমন্ত্রণ পত্র লেখার নিয়ম আজকের এই আর্টিকেলের মাধ্যমে জানানোর চেষ্টা করব।
ভূমিকা
আমরা বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে যেমন- বিবাহ, জন্মদিন, মেলা, মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রধান অতিথির আগমনের জন্য ইত্যাদি কারণে আমরা আমন্ত্রণ পত্র পাঠিয়ে থাকি।
আজকের এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে সকল ধরনের আমন্ত্রণ পত্র লেখার নিয়ম জানতে পারবেন।
আমন্ত্রণ পত্র
কোথাও আসার জন্য অনুরোধ করা কে আমন্ত্রণ বলা হয়। বিভিন্ন অনুষ্ঠানের জন্য আমাদের বন্ধু-বান্ধব এবং আত্মীয় স্বজনদের অথবা বড় কোন ব্যক্তিদেরকে আমরা আসতে বলি। এজন্য তাদেরকে যে পত্র পাঠানো হয় সেই পত্রকেই আমন্ত্রণ পত্র বলা হয়।
আমন্ত্রণ পত্র আমন্ত্রণ পত্রের নমুনা
- আমন্ত্রণ পত্র লেখার আগে ভালোভাবে গুছিয়ে লেখার চেষ্টা করতে হবে। যেন প্রাপক বুঝতে পারে এই আমন্ত্রণ পত্রটি তার জন্য কতটা গুরুত্বপূর্ণ।
- পত্রটিতে প্রথমে প্রাপক কে সম্মান সূচক শব্দ ব্যবহার করতে হবে। যেমন প্রিয়, সম্মানিত, জনাব ইত্যাদি।
- প্রাপকের নামের আগে অথবা পরে কোন পদবী থাকলে তা উল্লেখ করা ভালো।
- এরপর মূল পত্রের অংশে অনুষ্ঠান সম্পর্কে উল্লেখ করতে হবে। অনুষ্ঠানের স্থান এবং সময় অবশ্যই আমন্ত্রণ পত্রে লিখতে হবে।
- অনুষ্ঠানে বিশেষ কোনো ব্যক্তি বা প্রধান অতিথি থাকলে তার নাম অবশ্যই উল্লেখ করা উচিত।
- কয়েকদিন যাবত অনুষ্ঠান হলে অনুষ্ঠানের সূচিপত্র দেওয়া খুবই জরুরী। এতে প্রাপক অনুষ্ঠানের ব্যাপ্তিকাল সম্পর্কে জানতে পারে।
- আমন্ত্রণ পত্রটি অবশ্যই একটি সুন্দর এবং আকর্ষণীয় খামের মাধ্যমে দিলে ভালো হয়। খামের উপর অনুষ্ঠানে আমন্ত্রিত ব্যক্তির নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিতে হবে। কেননা এর মাধ্যমে আমন্ত্রণ পত্রটি প্রাপকের কাছে পৌঁছবে। সতর্ক থাকতে হবে নাম ঠিকানা যেন ভুল না হয়। ভুল হলে জায়গায় আমন্ত্রণ পত্রটি পৌঁছবে না।
আমন্ত্রণ পত্র লেখার নিয়ম
একটি কলেজে একুশে ফেব্রুয়ারি উদযাপনকে কেন্দ্র করে একটি আমন্ত্রণ পত্র লেখা হলো-
১১. ০২. ২০২৪
জনাব/জনাবা,
আগামী একুশে ফেব্রুয়ারি, ২০২৪ আমাদের বাঙালি জীবনের গুরুত্বপূর্ণ দিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে জাজিরা ডিগ্রী কলেজ এর উদ্যোগে কলেজের মাঠে অবস্থিত শহীদ মিনারের সামনে ভাষা শহীদদের স্মরণে এক আলোচনা সভা ও প্রভাত ফেরির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহান ভাষা আন্দোলনের বীর সৈনিক ভাষা সৈনিক আব্দুল মতিন। সভাপতিত্ব করবেন অত্র কলেজের মাননীয় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার সাহেব। অনুষ্ঠানে জাজিরা থানার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মুক্তিযোদ্ধাগণ উপস্থিত থাকবেন। তাই এটি একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হতে চলেছে। আপনি উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত।
বিনীত
শাহিন আক্তার শানু
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক
জাজিরা ডিগ্রী কলেজ।
অনুষ্ঠান সূচি :
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ – রাত ১২.০১ টায়
প্রভাতফেরী – ভোর ৬.০০ টায়
আলোচনা সভা – বিকাল ৪.০০ টায়
প্রভাতফেরী – ভোর ৬.০০ টায়
আলোচনা সভা – বিকাল ৪.০০ টায়
বড় বোনের বিয়ের অনুষ্ঠান এবং কাজের উপলক্ষে বান্ধবীর নিকট একটি আমন্ত্রণ পত্র লেখা হলো-
প্রিয় ফাতেমা,
আসসালামু আলাইকুম। পত্রের প্রথমে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা নিও। আশা করি তুমি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমি জেনে খুশি হবে যে আসছে ২৮. ৩. ২০২৪ তারিখ আমার বড় বোনের বিয়ের দিন ঠিক করা হয়েছে। তাই উক্ত অনুষ্ঠানে তোমাকে আসতেই হবে। তুমি কিন্তু তিন দিন আগেই আমাদের বাড়িতে চলে আসবে। আব্বা এবং আম্মা আমাদের উপর অনেক কাজের দায়িত্ব দিয়েছেন। তুমি না আসলে আমাদের কাজের চাপ অনেক বেড়ে যাবে।
আজ আর নয়, তোমার আব্বা এবং আম্মাকে আমার শুভেচ্ছা জানাবে।
ইতি
তোমার বান্ধবী
আয়েশা
জাতীয় কবির জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে একটি আমন্ত্রণ পত্র লেখা হলো-
০৮ জ্যৈষ্ঠ, ১৪২৩ বঙ্গাব্দ
আদিবা ইসলাম,
সবিনয় নিবেদন এই যে, আগামী ১১ জ্যৈষ্ঠ, ২৩ বঙ্গাব্দ সকাল ১০ ঘটিকায় বিদ্রোহী কবির জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের রাজশাহী কলেজে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছেন আমাদের অধ্যক্ষ মহোদয় জনাব আব্দুল কাইয়ুম। জন্মজয়ন্তী উপলক্ষে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত মোঃ সিরাজ ইসলাম স্যার। এই বিশাল অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রিত।
মোঃ নাসির উদ্দিন শেখ
সাধারণ সম্পাদক
রাজশাহী সরকারি কলেজ, রাজশাহী।
আমন্ত্রণ পত্র লেখার নিয়ম – আমন্ত্রণ পত্র আমন্ত্রণ পত্রের নমুনা – লেখকের মন্তব্য
সম্মানিত পাঠক, আমন্ত্রণ পত্রে ডাকটিকিট অথবা ডাকঘর না লিখলে অবশ্যই আমন্ত্রণ পত্রের খামে নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার অবশ্যই লিখে দিতে হবে। তবে ডাকঘর লেখাই ভালো। আমাদের এই আর্টিকেলটি পড়ে আমন্ত্রণ পত্র, আমন্ত্রণ পত্র লেখার নিয়ম বারবার অনুশীলন করার চেষ্টা করবেন, যাতে যে কোন বিষয়ে আপনি আমন্ত্রণ পত্র খুব ভালোভাবে লিখতে পারেন।
আরও পড়ুন রোজা রাখার বৈজ্ঞানিক উপকারিতা জানুন
আজকে আমরা আমন্ত্রণ পত্র কি, আমন্ত্রণ পত্র লেখার নিয়ম বা আমন্ত্রণ পত্র আমন্ত্রণ পত্রের নমুনা তা দেখেছি। ভালো লাগলে নিচের লিঙ্কের মাধ্যমে শেয়ার করবেন।